Glooptek

Glooptek ব্যবহারের শর্তাবলি (Terms & Conditions)


শেষ হালনাগাদ: ১৭-০৫-২০২৫

এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে পড়ুন।
১। পণ্যের প্রাপ্যতা ও মূল্য


  • আমরা চেষ্টা করি ওয়েবসাইটে সব পণ্যের স্টক ও মূল্য আপডেট রাখতে।
  • তবে কোনো সময় প্রোডাক্ট অনুপলভ্য হলে আমরা আপনাকে জানিয়ে দেব এবং টাকা ফেরত (refund) বা বিকল্প প্রোডাক্ট অফার করব।
  • প্রোডাক্টের মূল্য পরিবর্তনের অধিকার Glooptek কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


২। অর্ডার, প্রি-অর্ডার ও পেমেন্ট


  • অর্ডার কনফার্ম করার জন্য কাস্টমারের সঠিক নাম, ফোন নম্বর, ঠিকানা প্রয়োজন।
  • প্রি-অর্ডারের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট লাগতে পারে এবং ডেলিভারি সময় দীর্ঘ হতে পারে।
  • পেমেন্ট করা যাবে বিকাশ/নগদ/ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ অন ডেলিভারি (COD) এর মাধ্যমে (যেখানে প্রযোজ্য)।
  • Glooptek প্রয়োজনে যেকোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে (যেমন: স্টক না থাকা, ভুল তথ্য, মিথ্যা অর্ডার)।


৩। ডেলিভারি ও সময়সীমা


  • অর্ডার কনফার্মের পর সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি হয়।
  • ডেলিভারি সময় অবস্থান ও পণ্যভেদে পরিবর্তিত হতে পারে।
  • প্রাকৃতিক দুর্যোগ, লজিস্টিক সমস্যা বা অনিবার্য পরিস্থিতিতে বিলম্ব হলে Glooptek দায়ী থাকবে না।
  • প্রোডাক্ট হাতে পেয়ে অবশ্যই প্যাকেজ চেক করে গ্রহণ করবেন।


৪। রিটার্ন, রিপ্লেসমেন্ট ও রিফান্ড


  • ডেলিভারির ৩ দিনের মধ্যে পণ্যে সমস্যা থাকলে রিটার্ন/রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট করতে হবে।
  • ব্যবহৃত, ভাঙা, বা মূল অবস্থার বাইরে থাকা পণ্য রিটার্নযোগ্য নয়।
  • প্রোডাক্টে ওয়ারেন্টি থাকলে তা প্রোডাক্ট ডিসক্রিপশনে উল্লেখ থাকবে এবং তার ভিত্তিতে রিপ্লেসমেন্ট হবে।


৫। ওয়ারেন্টি ও দায়িত্বসীমা


  • শুধুমাত্র ওয়ারেন্টিযুক্ত পণ্যের জন্য নির্দিষ্ট মেয়াদে সাপোর্ট পাওয়া যাবে।
  • বাহ্যিক ক্ষতি, পানির সংস্পর্শে আসা, ভুল ব্যবহারজনিত ক্ষতির জন্য Glooptek দায়ী থাকবে না।
  • কাস্টমারকে অবশ্যই প্রমাণসহ (ছবি/ভিডিও) অভিযোগ জানাতে হবে।


৬। কাস্টমার একাউন্ট ও তথ্য


  • কাস্টমার কর্তৃক প্রদানকৃত সকল তথ্য যথার্থ হতে হবে।
  • কোনো ভুয়া বা মিথ্যা তথ্য প্রদান করলে Glooptek একাউন্ট বাতিল করার অধিকার রাখে।
  • কাস্টমারের তথ্য নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাই।


৭। কনটেন্ট ও মেধাস্বত্ব


  • Glooptek ওয়েবসাইটে ব্যবহৃত সকল লেখা, ছবি ও ডিজাইন স্বত্বাধিকার সংরক্ষিত।
  • অনুমতি ছাড়া এগুলোর কোনো অংশ ব্যবহার করা যাবে না।


৮। জবাবদিহিতা সীমাবদ্ধতা (Limitation of Liability)


  • ওয়েবসাইট ব্যবহারে আপনার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য Glooptek দায়ী নয়।


৯। আইন ও বিচারব্যবস্থা


  • এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
  • যেকোনো বিরোধের নিষ্পত্তি শুধু বাংলাদেশের আদালতেই হবে।


১০। পরিবর্তন ও হালনাগাদ


  • Glooptek যেকোনো সময় শর্তাবলি পরিবর্তনের অধিকার রাখে।
  • নতুন শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।


১১। যোগাযোগ:

ইমেইল: [email protected]
ফোন: ০১৬২২৭৫৫০৫২
ফেসবুক: https://www.facebook.com/share/1Rp5gvqoJG/

Glooptek – আমরা বিশ্বাসে ব্যবসা করি, টেকনোলোজিকে সহজ করি।

Glooptek
Glooptek

Hello! 👋🏼 What can we do for you?

07:05